স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এমপি পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামীলীগ নেতা আসিফ ইকবাল সনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যখন দেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করছে, তখনই বিএনপি-জামায়াত আবারো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই প্রধানমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি দেওয়ায় গ্রেফতারকৃত সেই বিএনপি নেতার মৃত্যুদণ্ডের দাবি জানাই। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সকল অপশক্তি মোকাবেলা করতে আওয়ামীলীগ সব সময়ই রাজপথে থাকবে।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, রেজাউল করিম রেজা, রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম খান, ফরিদুল ইসলাম, আ’লীগ নেতা আনিছুর রহমান, আফসার আলী, জিএম ফিরোজ লিটন, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা বনি আমিন মিন্টু, সাইদুল ইসলাম, আতিকুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, জাকারিয়া খন্দকার প্রমূখ।