স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। রবিবার (২৮ মে) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইউএনও জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, পৌর মেয়র এজিএম বাদশা, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন সরকার, গোলাম সোবাহান, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম প্রমূখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।