স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় প্রতারণার অভিযোগে একটি ভূয়া স্বর্ণের মূর্তিসহ দুই কালোবাজারি প্রতারককে আটক করেছে র্যাব-১২ এর একটি দল।
মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল ১১টার দিকে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), বিএন এর নেতৃত্বে বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা রেল লাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বগুড়ার কাহালু উপজেলার কালিপাড়া এলাকার মৃত আলতাফ আলীর ছেলে আঃ জলিল (৪৫) এবং একই গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে জাহানুর (৪২)।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), বিএন এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে ।