স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর সামনে রংপুর-টু-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন রাজারামপুর মৎস্যপাড়া এলাকার বক্কর সিদ্দিকের ছেলে বেলাল হোসেন (২৮) ও রাঙ্গামাটি গ্রামের এন্তাজ আলীর ছেলে ইমরান হোসেন (২৭)।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম জানান, গ্রেফতারকৃত অআসামী বিভিন্ন জেলায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয করে আসছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল মাদকদ্রব্য পরিবহনের সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এঘটনায় বগুড়া সদর থানায মামলা দায়ের করা হয়েছে।