স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন যুবলীগের ৩নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকালে নিমগাছী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
নিমগাছী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাস্টার, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোকছেদ আলী, উপজেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান সবুজ, মাছুম, ফাহিম, ফেরদৌস, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিলন, সাবেক যুগ্ন আহবায়ক কামরুল হাসান মাসুম, বর্তমান যুগ্ন আহবায়ক ইবনে সাউদ, রফিকুল ইসলাম শাকিল, মিনহাজুল ইসলাম বাবু, মনির হোসেন প্রমূখ।
নিমগাছী ইউনিয়ন যুবলীগের ৩নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে ফুল বাবু সভাপতি এবং রঞ্জু মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।