স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অনৈতিক কার্যকলাপে যুক্ত অবস্থায় দুই নারী-পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত ওই নারী-পুরুষকে মঙ্গলবার (১৮ জুলাই) ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের মৃত ইয়ার আলী মন্ডলের ছেলে কফিনুর রহমান (৩৭) ও বড় চাপড়া গ্রামের সামছুল হকের মেয়ে সাবিনা খাতুন (৩৫)।
ধুনট থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, ১৮ জুলাই দিবাগত রাত ১২টার দিকে অনৈতিক কার্যকলাপের সময় নিজ বাড়ি থেকে যুবক কফিনুর রহমান ও সাবিনা খাতুনকে আটক করে স্থানীয় লোকজন। এরপর তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে থানা হেফাজতে নিয়ে এসে প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে সোপর্দ করে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, স্থানীয় লোকজন এক নারী ও পুরুষকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে তদন্ত প্রতিবেদন সহ বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।