স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী বগুড়ার ধুনটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ১১টায় ধুনট উপজেলার মুজিব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, রেজাউল করিম দুলাল, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি,
ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।