ধুনটে গাঁজা বিক্রিকালে একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে গাঁজা বিক্রিকালে সেলিম মোল্লা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সেলিম মোল্লা ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি মোল্লাপাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে।

ধুনট থানার এসআই শহিদুল ইসলাম জানান, শনিবার ভোরে নিমগাছী বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেড়েরবাড়ি এলাকায় এলাকায় মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সেলিম মোল্লা নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, মাদকদ্রব্য বিক্রিকালে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এব্যাপারে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।