স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবীতে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বগুড়া সদর উপজেলা যুবলীগ। সোমবার (৭ আগস্ট) বিকাল ৩ টায় বগুড়া সদর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহি কর্মকর্তা ফিরোজা পারভীনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, যুবলীগ নেতা এম এ মজিদ, সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।