স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার পৌরসভা সহ ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে করোনার টিকা কার্যক্রম। শনিবার (৭ আগষ্ট) সকাল থেকে বিনামূল্যে করোনার টিকা নিতে ইউনিয়ন পরিষদগুলোতে সাধারণ মানুষের ভীড় দেখা গেছে।
দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদে করোনার টিকা কার্যক্রম পরিদর্শন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, ধুনট সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো,
ধুনট সদর ইউপি চেয়ারম্যান লাল মিয়া, চৌকিবাড়ী ইউপি সচিব কামরুল হাসান, ধুনট সদর ইউপি সচিব মনিরুজ্জামান রুবন, ধুনট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
এরআগে সকাল থেকে ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনার টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।