শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জে মেধাবী এক স্কুল ছাত্রীকে (১৭) ধর্ষণ করে শরীরে তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক সাইফুল ইসলাম (২০) শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ওই যুবককে গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। এছাড়া ধর্ষণের পর হত্যা চেষ্টার শিকার ওই স্কুল ছাত্রী বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলাসূত্রে জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামের ওই ছাত্রীর বাবা-মা তাকে (১৭) বাড়িতে রেখে অন্যত্র বেড়াতে যায়। শুক্রবার দুপুরে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। তখন সাইফুল ইসলাম মেয়েটির শরীরে জ¦ালানী তেল ঢেলে দেয় ও পাশে থাকা কাপড় ও চর্টের বস্তায়ও আগুন ধরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর মেয়েটি জ্ঞান ফিরে দেখে তার শরীরে আগুন জ্বলছে। এসময় মেয়েটি জীবন বাঁচাতে দৌড়াদৌড়ি করতে থাকে। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম (২০) কে কৌশলে আটকে রেখে পুলিশে খবর দেয়।
পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম কে আটক করে থানায় নিয়ে আসে এবং প্রতিবেশীরা মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডেকিল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে হাসপাতালে মেয়েটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, এ ঘটনায় রাতেই থানায় মামলা নেওয়া হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামী সাইফুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। তবে অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।