স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা দুই নারীকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত ওই দুই নারী ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় শনিবার উপজেলার ঝিনাই গ্রামের মেহের সরকারের স্ত্রী নাছরিন আক্তার বাদী হইয়া ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার ঝিনাই গ্রামে বাড়ির সীমানা নিয়ে আব্দুর রশিদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশি মেহের সরকারের বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার বিকেল ৫টার দিকে আব্দুর রশিদ (৬০), তার ছেলে রায়হান (৩২), পুত্রবধু রুপালী খাতুন (২৬) এবং আনু ফকির স্ত্রী জুলেখা খাতুন (৩৪), দলবদ্ধ হয়ে মেহের সরকারের বাড়িতে ঢুকে তার ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাছরিন আক্তারকে (৩০) মারপিট করতে থাকে।
এসময় তাকে মারপিট করতে নিষেধ করায় দেবরের স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা লিপি খাতুনকেও মারপিট করে প্রতিপক্ষরা।
এব্যাপারে ধুনট থানার এসআই মোরশেদুল ইসলাম জানান, বাড়ির সীমানা নিয়ে মারপিটের অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা করা হচ্ছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।