স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
আন্দোলনের নামে দেশব্যাপি বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, অবরোধ ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে যুবলীগ। রবিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুনট বাজারের টিনপট্টি এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা কুদরত-ই খুদা জুয়েল, আহসান হাবিব, রেজাউল করিম দুলাল, মথরাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ডলার, ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা কৃষকলীগের সভাপতি সাচ্চু মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবিএস সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।