স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অবরোধ প্রতিরোধে বাঁশের লাঠি হাতে নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা অমৃত কুমার লিটনের নেতৃত্বে ধুনট হাসপাতাল মোড় থেকে অর্ধশত মোটরসাইকেল মহড়া বের হয়ে ধুনট বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মোটরসাইকেল মহড়ায় আরো অংশ নেন নিমগাছী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মিনহাজুল ইসলাম বাবু, মনির হোসেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক লিটন মাহমুদ, যুবলীগ নেতা ফরিদুল ইসলাম, শাহীন আলম, জাহিদুল ইসলাম, মনির হাসান আশিক, রাশেদ খান, নাসিম আহমেদ, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ কায়েস, সৌরভ হাসান, শাহরিয়ার স্বাধীন, আশার আলো প্রমূখ।