এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর মাঠপাড়া এলাকায় ধান ক্ষেত থেকে ফাতেমা বেগম (৪২) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাতেমা বেগম কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার জানায়, ফাতেমা বেগম তার ননদের বাড়ী দূর্গাপুর যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হন। তারা আরও জানান, মৃত ফাতেমা বেগম দীর্ঘদিন মৃর্গী রোগে ভুগছিলেন।
এদিকে মমিলার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন, তদন্ত অফিসার মো: হারুন অর রশিদ, এস আই খোকন চন্দ্র ভৌমিক।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে তদন্ত করা হচ্ছে।