ধুনটে স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে বগা হাওয়ালদার (৪৫) নামে এক স্বামী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

নিহত বগা হাওয়ালদার (৪৫) ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের মৃত বীরের হাওয়ালদারের ছেলে এবং সে পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, বগা হাওয়ালদার গত ১০ বছর আগে নওগাঁ জেলার কান্দুরী নামে এক নারীকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে সাত বছর বয়সী কৃষ্ণ নামে এক ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে কান্দুরী বেগম ঢাকার একটি গার্মেন্টেসে চাকরি করে এবং বগা হাওয়ালদার ধুনট বাজারে মাছ বিক্রি করতো। গত ১৫ দিন আগে কান্দুরী ঢাকা থেকে ধুনটে তার স্বামীর বাড়িতে আসে। কয়েকদিন স্বামীর বাড়িতে বসবাস করার পর স্বামী-সন্তানকে নিয়ে নওগাঁয় তার বাবার বাড়িতে যায় কান্দুরী।

কিন্তু গত তিন দিন আগে স্বামী বগা হাওয়ালদার ধুনটে ফিরে আসলেও তার স্ত্রী-সন্তান সেখানেই থেকে যায়। বৃহস্পতিবার ধুনট বাজারে মাছ বিক্রি করে বিকেলে বাড়ি ফিরে আসে বগা হাওয়ালদার। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এসময় নিহতের গলায় তার নিজের ছবি ও স্ত্রী-সন্তানের ছবি ঝুলানো ছিল। পরে ধুনট থানা পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, ধরনা করা হচ্ছে স্ত্রীর উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।