স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট মা ফাতেমা রাঃ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু।
হাসপাতালের পরিচালক শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দিবাকর বসাক, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কনসালটেন্ট ডা: আব্দুর রাজ্জাক, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবুল বাশার, বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, হাসপাতালের পরিচালক সাবরিনা হোসাইন, ফেরদৌস আলম, সাইফুল ইসলাম, মাসুদ রানা, ওয়াহেদ সুজন, এনামুল প্রমূখ।