স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৭ ডিসেম্বর থেকে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপি বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। শনিবার বিকেলে ইজতেমা ময়দান পরিদর্শন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।
জানাগেছে, ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার কাকরাইল মসজিদের তত্ববধায়নে ও বগুড়ার ঝোপগাড়ি মার্কাস মসজিদের ব্যবস্থাপনায় আগামী ৭,৮,৯ ডিসেম্বর এই ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিগণ তিনদিন অবস্থান করে আল্লাহ্র ইবাদত বন্দেগী ও নবী-রাসূলের তরিকা অনুযায়ি জীবন পরিচালনার দ্বিক্ষা গ্রহণের উদ্দ্যেশে দেশ-বিদেশী আলেম–ওলামাগণের বয়ান শুনবেন।
ইজতেমা ময়দান পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ইজতেমা আয়োজক কমিটির সদস্য আলহাজ্ব হুমায়ুন কবির, সাংবাদিক সোহেল আক্তার মিঠু।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য হাফেজ মাওলানা ওয়াজিউল্লাহ ও হাজি আব্দুস সামাদ জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্ববধায়নে ও বগুড়ার ঝোপগাড়ি মার্কাস মসজিদের ব্যবস্থাপনায় আগামী ৭ ডিসেম্বর থেকে ৩দিন ব্যাপি এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এই ইজতেমা সফল করতে ইতিমধ্যেই কয়েকটি দেশের বিদেশী জামাত এখানে এসেছে। তারা দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। আগামী ৯ ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই বিশ^ ইজতেমার সমাপ্তি ঘটবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, ইজতেমা প্রাঙ্গনের সার্বিক নিরাপত্তায় স্বেচ্ছাসেবী মুসল্লি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়া পুরো ইজতেমা ময়দান সিসি ক্যামেরার আওতায় নেয়া হবে।