নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন ধুনট আ’লীগ সভাপতি
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর আ’লীগের নেতৃবৃন্দ। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় তাকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। বুধবার বিকালে পৌর আওয়ামীলীগের আয়োজনে তাকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। টিআইএম নূরুন্নবী তারিক এক দূর্ঘটনায় হাড়ের সমস্যা জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে তিনি ঢাকা থেকে ধুনটের বাড়িতে ফিরে আসেন।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, ধুনট পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কামরুল হাসান, রকিবুল হাসান বিদ্যুৎ, আল আমিন তরফদার, আ’লীগ নেতা মানিকুল্লাহ, সাবেদ আলি, খোকা মন্ডল, মগবুল হোসেন, সোবাহান, ফরিদ উদ্দিন, আব্দুর রসিদ, মোস্তাফিজার রহমান, রঞ্জু মল্লিক, জুয়েল মল্লিক, আপেল মাহমুদ, পলান চন্দ্র প্রমূখ। এছাড়াও আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পৃথক পৃথক ভাবে উপজেলা আ’লীগ সভাপতি নূরুন্নবী তারিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।