স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে কুঠিবাড়ি গুচ্ছগ্রাম বঙ্গবন্ধু পাড়ায় যুবলীগের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।
এরআগে সম্মেলনের উদ্বোধন করে ধুনট সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আমিন বিশ্বাস। সম্মেলনে সভাপতিত্ব করেন পূর্ণ চন্দ্র রায়।
শ্রী রাখাল চন্দ্র বর্মনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আলম ফকির, ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মনির হোসেন, যুবলীগ নেতা রঘুনাথ সাহা, জগেশ চন্দ্র সাহা, স্বপন কুমার রায়, শিবেন হাওয়ালদার, শোভা রানী, শ্রমতি রানী প্রমীখ।
সম্মেলনে পলাশ চন্দ্র বাগদিকে সভাপতি, শ্রী বিল্পব কুমার দাস সাধারণ সম্পাদক এবং গোপাল চন্দ্র বাগদিকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট যুবলীগের আঞ্চলিক কমিটি গঠন করা হয়।