আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে দোয়া ও আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম আব্দুল কাদের, বিনয়পুর কওমী মাদ্রাসার মুহতামিম লোকমান হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম প্রমূখ।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ।