স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আ’লীগের সভাপতি মজিবর রহমান মজনুর বিজয়ের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রঘুনাথপুর গ্রামে ওই কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মজিবর রহমান মজনুর পত্নী বগুড়া জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি শিল্পী রহমান।
ধুনট উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আ’লীগের সভাপতি নূরুন্নবী তারিকের পত্নী মুর্শিদা আকতার।
সভায় আরো বক্তব্য রাখেন গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ন সম্পাদক মাসুদ রানা, আব্দুল বারিক, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, ভান্ডারবাড়ী ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তি, সাধারণ সম্পাদক লিলি রানী, মহিলা আ’লীগ নেত্রী কাজলী খাতুন প্রমূখ।