স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় সিয়াম (১২) নামে এক স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
সোমবার (১৪ জুন) রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপড় গ্রামে এঘটনা ঘটে।
নিহত সিয়াম তালুকদার ওই গ্রামের দুলাল তালুকদারের ছেলে এবং স্থানীয় ছাতিয়ানি রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যা সিয়াম তার বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে রাস্তার পাশে বসে ছিল। এসময় তার মাথার উপরে ঝুলানো পল্লী বিদ্যুৎ সঞ্চালনের তার হঠাৎ ছিড়ে গিয়ে শরীরের উপর পড়ে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।