ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বি ৫টি দলের মধ্যে ৪টি দলের প্রার্থীই জামানত হারিয়েছেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ওই সব দলের প্রার্থীরা ৮ শতাংশেরও কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন)। ইসলামী ঐক্যজোটের প্রার্থী নজরুল ইসলাম (মিনার), বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মামুনার রশিদ (ডাব) ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী রাসেল মাহমুদ (মশাল)।
জানাগেছে, বগুড়া জেলার শেরপুর উপজেলা ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ আসন। তন্মধ্যে শেরপুর উপজেলার মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৯০ ভোট এবং ধুনট উপজেলার মোট ভোটার ২ লাখ ৫১ হাজার ১৭২টি। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ সহ ৫টি দল অংশ নেন। কিন্তু নির্বাচনে ৪টি দলের প্রার্থীরই ভরাডুবি হয়ে শেষ পর্যন্ত জামানত হরিয়েছেন তারা।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মজনু নৌকা প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম মিনার প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট।
এছাড়া বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মামুনার রশিদ ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪২৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল টেলিভিশন প্রতীকে ২ হাজার ১৯১ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী রাসেল মাহমুদ মশাল প্রতীকে ১ হাজার ৬ ভোট পেয়েছেন।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী জানান, মোট ভোট প্রাপ্তির ৮ শতাংশের নীচে ভোট পেলেই সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।