আবু তৈয়ব সুজয়, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজীপুরে শীতের তীব্রতার প্রকোপে জনজীবনে বিপর্যস্ত। নিম্ন আয়ের মানুষদের উপার্জন ক্ষমতা কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। এসময় গরীব অসহায় ও শীতার্তদের পাশে দাড়ালেন তৃতীয় লিঙ্গের সিমা খাতুন।
রবিবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের ৩শত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনামুখী ইউ’পি চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সহ-সভাপতি শাহজাহান আলী খান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রাজ্জ্বাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, সোনামুখী ইউ’পি ১নং ওয়ার্ড সদস্য মামুনুর রশীদ, ২নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান প্রমূখ।