স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী স্কাউটদের বিদায় সংবর্ধনা এবং নবাগতদের অভিষেক ও দীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিক খান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, বাংলাদেশ স্কাউট ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, প্রাক্তন শিক্ষক মোজাম্মেল হক, বিদায়ী প্রধান স্কাউট লিডার লাবীর মাহমুদ, নবাগত প্রধান স্কাউট লিডার সাইফ আল সাহাফ, গার্ল স্কাউট লিডার তাজরিয়ান মেহেক প্রমূখ।