ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফেরদৌস আকন্দ (৩৫) নামে এক মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে রবিবার ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফেরদৌস আকন্দ ধুনট উপজেলার আড়কাটিয়া গ্রামের মৃত সোলেমান আকন্দের ছেলে।

ধুনট থানার এসআই জাহাঙ্গীর আরিফ জানান, রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রিকালে ফরদৌস আকন্দ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার তাকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।