ধুনটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিজ্ঞান মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন প্রমূখ।