ধুনটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু এমপি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ধুনট উপজেলা পরিষদের সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।

ধুনট থানার ওসি সৈকত হাসানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, পৌর মেয়র এজিএম বাদশাহ, প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, সাংবাদিক রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, হাসানুল করিম পটু, হাসান আহমেদ জেমস, আনোয়ারুল ইসলাম, মাসুদুল হক বাচ্চু, বেলাল হোসেন বাবু, তোজাম্মেল হক, সাজ্জাদ হোসেন শিপন, জাকির হোসেন জুয়েল, সোনিতা নাসরিন প্রমূখ।

আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।