সঞ্জু রায়, বগুড়া:
ইউনিসেফের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল ইনোভেশন এন্ড সাসটেইনেবিলিটি (সিএসআইএস) এর উদ্যোগে দুই দিনব্যাপি ‘জনসম্পৃক্তকরণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় বগুড়ার মম ইন রিসোর্টে ওই কর্মশালার উদ্বোধন করেন ইউনিসেফের রংপুর ও রাজশাহী অফিসের প্রধান এ.এইচ. তৌফিক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএসআইএস এর পরিচালক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালার উদ্দেশ্য হলো যোগাযোগ কীভাবে সামাজিক সমস্যা, নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে জনসম্পৃক্তকরণ এবং সামাজিক আচরণ পরিবর্তন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে পারে সে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া।’
ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এ.এইচ. তৌফিক আহমেদ সামাজিক ও আচরণগত পরিবর্তনে যোগাযোগ বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করেন। এছাড়া ট্রেডিশনাল মিডিয়া থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তিশালী উপস্থিতি, যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ, আচরণ পরিবর্তনের সুযোগ বৃদ্ধি সম্পর্কেও কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ইউনিসেফের রাজশাহী ও রংপুর অফিসের সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কর্মকর্তা মনজুর আহমেদ, সিএসআইএস এর গভর্নিং কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. গোলাম রব্বানী, অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চোধুরী, অধ্যাপক ড. একেএম মাহমুদুল হক, অধ্যাপক ড. এ.বি.এম সাইফুল ইসলাম, ইন্ডেপেডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের প্রধান হাসিবুর রহমান বিলু উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের স্থানীয় সরকার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা তথ্য কর্মকর্তা, সিটি কর্পোরেশন, আঞ্চলিক বেতার কেন্দ্র, বেসরকারি সংস্থা এবং তরুণ প্রতিনিধিসহ মোট ২১ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর (ট্রেনিং) বাদল কৃষ্ণ হালদার ও সিনিয়র প্রোগ্রাম অফিসার (ক্যাপাসিটি বিল্ডিং) ড. ইসরাত জাহান।