স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় এক কিশোরের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সিংজানি গোয়ালিয়া এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন জানান, জমিতে সরিষা কাটতে গিয়ে এক কিশোরের অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয়া পর। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ধারনা করা হচ্ছে প্রায় ৪-৫ দিন আগে তাকে হত্যা করে মৃতদেহ ফেলে রাখে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। এঘটনায় তদন্ত চলছে।