অনুসন্ধানবার্তা ডেস্ক :
চলতি বোরো মৌসুমে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহের সময়সীমা আরো ১৫ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই সময় ছিল ১৬ আগস্ট পর্যন্ত।
শনিবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২১ মৌসুমে দেশে খাদ্য নিরাপত্তা মজুদের লক্ষ্যে বোরো ধান, সিদ্ধ চাল ও আতপ চাল সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।
বর্ধিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার অবশিষ্ট পরিমাণ ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জানাগেছে, চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্য নিয়েছে সরকার। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও ৮ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
তন্মধ্যে মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান কেনা হচ্ছে।