স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে রশেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রশেনা বেগম ওই গ্রামের ভ্যান চালক বাচ্চু প্রামানিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে রশেনা বেগম একই গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে থেকে দুপুরে আবার বাড়ি ফিরে আসে। পরে তার স্বামী বাচ্চু প্রামানিক বাড়িতে এসে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্ত্রীর মৃতদেহ দেখতে পায়।
এবিষয়ে ধুনট থানার এসআই হায়দার আলী জানান, সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরক করা হয়। মঙ্গলবার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানাযাবে।