স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পরিদর্শন করেছেন নতুন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম সেবা)।
শনিবার (১৪ আগস্ট) রাতে তিনি ধুনট থানা পরিদর্শনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এরপর ধুনট থানা পুলিশের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
সভায় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার এসআই রুহুল আমিন খান, এসআই মতিয়ার রহমান, এসআই আব্দুর রাজ্জাক, মঞ্জুর মোর্শেদ প্রমূখ।