ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোসলেম উদ্দিন আকন্দ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মোসলেম উদ্দিন আকন্দ ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী ফকির পাড়া গ্রামের মৃত মনসুর আলী আকন্দের ছেলে।
ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের চার মাথা রেল স্টেশন এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, মোসলেম উদ্দিন আকন্দের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তন্মধ্যে ২০১৭ সালে দায়েরকৃত একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে চার বছর এক মাসের সাজা প্রদান করেন। কিন্তু রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।