ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে এক চালককে মারধর করে তার অটোভ্যানটি ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এঘটনায় শনিবার রাতে (২৭ এপ্রিল) ওই ভ্যান চালক বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়ারজান চল্লিশপাড়া এলাকার গোলাম মন্ডলের ছেলে রুবেল পেশায় একজন অটো ভ্যান চালক। শনিবার (২৭ এপ্রিল) গোসাইবাড়ী আমতলা নামক স্থানে পৌছালে ৪/৫ জন যুবক তাকে মারধর করে অটো ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়।
এঘটনায় ভ্যান চালক রুবেল মিয়া বাদী হয়ে গোসাইবাড়ী ফকিরপাড়া এলাকার মুন্নাফের ছেলে হালিম, আলিম ও কামরুল সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, অভিযোগ পাওয়ার পরই অটোভ্যানটি উদ্ধার এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।