ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে একটি বার্মিজ চাকু ও নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাহমুদুল হাসান মিলন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) গ্রেফতারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মাহমুদুল হাসান মিলন ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা উত্তরপাড়া এলাকার মৃত ইসাহাক আলী ছেলে এবং তিনি নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে ১১ বছর দায়িত্ব পালন করেছেন বলে দলীয়সূত্রে জানাগেছে।
ধুনট থানার এসআই মিজানুর রহমান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাহমুদুল হাসান মিলন নামে এক ব্যক্তি তার বাড়ির সামনে অবস্থান করে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বর্মিজ চাকু ও ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।