মাহমুদুল হাসান শুভ, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে এক প্রতিবেশী নারীকে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার (১৭ মে) সকালে এবিষয়ে ওই নারী বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভবানীপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে (৩০) তার অসুস্থ বাবাকে দেখভাল করার জন্য স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে আসেন। বাবাকে সুস্থ করতে চিকিৎসার পাশাপাশি সেবা করতে থাকেন। বাবার বাড়িতে আসার পর থেকেই পাশের বাড়ির তফিজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ আসা যাওয়া শুরু করে। আব্দুর রশিদ ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আসতো ওই নারীর বাড়িতে।
এরই মাঝে একদিন তার বাবা ঔষধ আনতে বাজারে গেলে, অতপেতে থাকা আব্দুর রশিদ তার বাড়িতে আসে এবং মেয়েটিকে বাড়ির উঠান ঝাড়ু দেওয়া অবস্থায় জোর করে ঘরের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোনে তা ভিডিও ধারন করে রাখে। সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে আব্দুর রশিদ। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে মেয়েটির পরিবার এলাকার মুরুব্বীদের জানিয়ে কোন বিচার না পেয়ে নিরুপায় হয়ে কাজিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে এবিষয়ে ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক বলেন, আমি বিষয়টা শুনেছি। তবে পাপ যে করেছে তার শাস্তি হবে, আমিও চাই এই ঘটনার সঠিক বিচার হোক।
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।