স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জের তাড়াশে ২১৬ কেজি গাঁজা ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৭ মে) ভোর ৬টার দিকে তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে র্যাব। যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন রাজাকাচর এলাকার নুরু মিয়ার ছেলে আল আমিন (২২) ও বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাবিতলা এলাকার ইসমত আলী ওরফে ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন (বিপিএম, পিপিএম) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালে অদ্য শুক্রবার সকাল ৬টার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ২ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আরো ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।