ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে স্বামীর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করছেন রাজবাড়ি-১ আসনের এমপি কাজী কেরামত আলীর কন্যা রাজবাড়ি জেলা যুব মহিলালীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী। শুক্রবার (২৪ মে) মথুরাপুর, চৌকিবাড়ী ও গোপালনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি।
কানিজ ফাতেমা চৈতী বগুড়া-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির স্ত্রী।
আসিফ ইকবাল সনি আগামী ৫ জুন অনুষ্ঠিত ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গণসংযোগকালে বগুড়া-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার সহ দলীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।