বগুড়ার শেরপুরে জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শেরপুর উপজেলার জয়লা আলাদি গ্রামে ৩ ফসলি জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে খনন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রভাষক আব্দুল হান্নান সহ ৬ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগিরা।

জানা যায়, বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদি এলাকায় সরকারীভাবে বাঙালী নদী খননের কাজ চলছে। খননের সেই বালু নদীর দুধারে পাড় করার কথা থাকলেও তা মানা হচ্ছেনা। এমতাবস্থায় অবৈধ বালু ব্যাবসায়ী জয়লা জুয়ান ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, সাতারা গ্রামের রব্বানী শেখের ছেলে শিপন মিয়া, জয়লা আলাদি গ্রামের মোজাফফর আলীর ছেলে রাশেদ খাঁন, আমজাদ খাঁর ছেলে আব্দুল হান্নান খাঁ, মকবুল হোসেন তালুকদারের ছেলে হালিম তালুকদার, জোড়গাছা গ্রামের মোহাম্মাদ মোনসের আলীর ছেলে নান্টু মিয়া নদী খননে নিয়োজিত ব্যাক্তিদের সাথে যোগসাজশ করে সেই বালু নদী থেকে ৪০০ গজ দক্ষিন-পশ্চিম পাশে গরীব কৃষকের ৩ ফসলি জমিতে রাখার পায়তারা করছে। ইতিমধ্যে জমির মালিকদের না জানিয়েই জমিতে এস্ক্রেভেটর মেশিন দিয়ে খোড়াখুরি শুরু করে দিয়েছে। এতে করে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকরা। খোড়াখুড়ি কাজে ভুক্তভোগীরা বাধা প্রদান করলে প্রভাবশালীরা তাদের নানা রকম হুমকী ধামকীও দিয়ে আসছে। এরই প্রতিবাদে রবিবার (২৬ মে) সকাল ১১ টার দিকে ক্ষতিগ্রস্তরা এলাকায় মানববন্ধন করেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী শুশান্ত কুমার পাল, আবু ছালাম, আব্দুস সোবহান, রাসেল ও আব্দুল খালেক বলেন, আমরা গরীব কৃষক, জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকি। জয়লা আলাদি মৌজার ওই এলাকায় আমাদের ১৬৩ শতক ফসলি জমি রয়েছে। সেখানে বালুদস্যুরা আমাদের জমি অবৈধভাবে দখল করে বালু ব্যবসা করার জন্য আমাদের না জানিয়ে এস্ক্রেভেটর মেশিন দিয়ে জমি খোড়াখুরি করছে। এতে আমরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই সাথে কৃষি উৎপাদন ব্যাহতও হচ্ছে। তাই বালুদস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

তবে এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সুমন জিহাদীকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।