ধুনটে ভূমিদস্যুর ৩ মাসের সশ্রম কারাদণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ভূমিদস্যুকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে চাপড়া গ্রামের ফসলী জমিতে খননযন্ত্র দিয়ে মাটি বিক্রিকালে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামী হলো- জোড়শিমুল গ্রামের সোহরাব আলীর ছেলে ইউসুফ আলী (৪৫)।

জানাগেছে, ইউসুফ আলী চিকাশী ইউনিয়নের চাপড়া গ্রামের ফসলী জমিতে খননযন্ত্র দিয়ে মাটি কটে বিক্রি করে আসছিল। এবিষয়ে স্থানীয় কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ফসলী জমির মাটি বিক্রির দায়ে ইউসুফ আলীকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ভ্রাম্যমাণ আদালতে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামীকে মঙ্গলবার কারাগারে প্রেরন করা হয়েছে।