ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
শপথ নিয়েছেন বগুড়া জেলার ৬টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানিকভাবে তাদেরকে শপথবাক্য পাঠ করান।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে বগুড়া জেলার ৬টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়।
বগুড়া জেলার ৬টি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যারা শপথ নিলেন তারা হলেন, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজামাল সিরাজী, শাহজাহানপুর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান।