ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে কার্যকরী অবদানের জন্য মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস, সচিব মিজানুর রহমান ও গ্রাম পুলিশ দিপ্তী রানীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খান।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, ধুনট থানার ওসি সৈকত হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিপাকর বসাক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রিপন ও সুলতানা জাহান সহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।