ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগ ও স্ট্রোকে প্যারালাইজড রোগে আক্রান্ত ১৪ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় এমপি আলহাজ¦ মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রিপন, সুলতানা জাহান প্রমূখ।