আব্দুস সালাম জয়, ঝিনাইদহ প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মামুনকে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পুর্বকুষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম সুরাট গ্রামের লোকমান মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও বিএনপি অফিস ভাংচুর এবং অগ্নিসংযোগের দুইটি মামলা রয়েছে।
র্যাব জানায়, সোমবার রাতে চেয়ারম্যান আশরাফকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।