স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
২০২৫ সালের পবিত্র হজ্জ কে সামনে রেখে হজ্জ ট্রাভেলস্ এজেন্সি সায়েম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল এর আয়োজনে প্রায় ৫ শতাধিক হাজীর অংশগ্রহণে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া শহরের নবাববাড়ি সড়কের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক রাকিব রেদওয়ানের ব্যবস্থাপনায় ও মাওলানা আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে আসন্ন হজ্বকে সামনে রেখে করণীয় ও নিজেদের প্রতিষ্ঠানের সেবাসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস্ ইন্টারন্যাশনাল ও মেসার্স সায়েম ট্রেডার্সের সত্ত্বাধিকারী মক্কা প্রবাসী মো: আব্দুল মান্নান।
সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়েখ মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হাজী সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, আদমদিঘী উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ রাফি, নেকটার বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদুর রহমান, ডোমনপুকুর আমিনিয়ার কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাহাদৎ হোসেন, বগুড়া জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সাঘাটা হাজী সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, আজাহার আলী, মাওলানা আব্দুল মান্নান, রাজা মিয়া, মো: সেলিম, ফজলুর রহমান, দানেছুর রহমান, আব্দুল হামিদ, শফিকুল ইসলাম মুন্সী, মাস্টার ছমির উদ্দিন, আবু হানিফা, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হাসান চমকসহ আয়োজক প্রতিষ্ঠান সায়েম ট্রাভেলস এর সহকারী ম্যানেজার রেজাউল করিম মন্ডল সুরুজ, আইটি কর্মকর্তা জুয়েল আহম্মেদ, আমিনুল ইসলাম সাজু, সাকিব প্রমুখ।