স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর বগুড়া প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কালাম আজাদ। মঙ্গলবার (২২অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ স্বাক্ষরিত আদেশে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।
সাংবাদিক আবুল কালাম আজাদ ৯ম সংবাদপত্র মজুরী বোর্ড অনুযায়ী মাসিক রিটেইনার ভাতা, সাধারণ যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতা পাবেন। কালাম আজাদ ইতিপূর্বে দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি, দৈনিক উত্তর কোন, আজ ও আগামীকাল, উএনবি, জাস্ট নিউজ বিডি প্রেস ২৪, জেডজি নিউজ, আওয়ার ইসলাম অনলাইন পোর্টাল এবং ২১ শে টেলিভিশনে কর্মরত ছিলেন। বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবেও কর্মরত রয়েছেন তিনি।