ধুনটে জনপ্রতিনিধির দলকে ৩-১ গোলে হারিয়ে উপজেলা প্রশাসন বিজয়ী
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন বনাম জনপ্রতিনিধি প্রীত ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও পরাজিত খেলোয়ারদের পুরস্কৃত করেন ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসন বনাম জনপ্রতিনিধি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ধুনট সরকারি ডিগ্রী কলেজ মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে জনপ্রতিনিধির দলকে ৩-১ গোলে হারিয়ে উপজেলা প্রশাসনের দল বিজয়ী হয়।

টুর্নামেন্টে উপজেলা প্রশাসন দলের পক্ষে ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল এবং সহকারী কমিশনার খায়রুজ্জামান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। এছাড়া জনপ্রতিনিধি দলের পক্ষে ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ খেলায় প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ গ্রহন করেন।

খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার খ্রিষ্টফার হিমেল রিছিল।

এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: দিবাকর বসাক, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ হেল কাফি, উপজেলা মৎস্য অফিসার মীর্জা ওমর ফারুক, উপজেলা আনসার ভিডিপি অফিসার কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু, কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, চিকাশী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, এলাঙ্গী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, ধুনট সদর ইউপির প্যানেল চেয়ারম্যান নূরুন্নবী হোসেন প্রমূখ।