ধুনটে যমুনা নদীর আলোচিত চৌবের মৌজার বালু চরের সীমানা নির্ধারণ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর চৌবের মৌজার বালু চরের সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙ্গিয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর আলোচিত চৌবের মৌজার বালু চরের সীমানা নির্ধারণ করা হয়েছে। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান সরেজমিন পরিদর্শন করে তিনটি লাল পতাকা টাঙ্গিয়ে সীমানা নির্ধারণ করেন।

এসময় ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, উপজেলা ভূমি সার্ভেয়ার সেলিম রেজা, গোসাইবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হায়দার ও ভান্ডারবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাওন ইসলাম উপস্থিত ছিলেন।